রাজ্য

SIR in WB | অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হতে পারে SIR! তালিকা থেকে বাদ যাবে কত ভোটার?

SIR in WB | অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হতে পারে SIR! তালিকা থেকে বাদ যাবে কত ভোটার?
Key Highlights

সামনেই ছাব্বিশের ভোট, তার আগে যে কোনও দিন SIR চালু হতে পারে বাংলায়।

সামনেই ছাব্বিশের ভোট, তার আগে যে কোনও দিন SIR চালু হতে পারে বাংলায়। জানা গিয়েছে, অগাস্টের প্রথম সপ্তাহেই রাজ্যে SIR শুরু হতে পারে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে গিয়েছে বলে খবর। এই SIR পদ্ধতির ফলে BLRO আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিলাপ করবেন, যাতে মৃতদের ভোটার তালিকা থেকে সরানো যায়। উল্লেখ্য, সম্প্রতি বিহারে SIR পদ্ধতির মাধ্যমে দেখা যায়, ২০ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে ছাঁটাই করা হয় ২৮ লক্ষ ভোটার।