SIR 2026 | ১ ফেব্রুয়ারির মধ্যেই নোটিস জারির কাজ শেষ করতে হবে!-কড়া নির্দেশ জারি কমিশনের!
Friday, January 30 2026, 2:27 pm

Key Highlightsশুনানি সহ কমিশনের সার্ভারে ডকুমেন্ট আপলোডিং এর কাজ সাত দিনের মধ্যেই শেষ করতে হবে।
শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত সহ প্রত্যেক DEO ও ERO উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিশন জানালো, ১ ফেব্রুয়ারি, রবিবার বিকেল পাঁচটার মধ্যে শুনানির নোটিস জারির কাজ শেষ করতে হবে। শুনানি সহ কমিশনের সার্ভারে ডকুমেন্ট আপলোডিং এর কাজ সাত দিনের মধ্যেই শেষ করতে হবে। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- রাজ্য কমিশন
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- রাজ্য


