SIR | প্রকাশিত হয়েছে খসড়া তালিকা, হিয়ারিংয়ের তোড়জোড় শুরু, পাঠানো হচ্ছে নোটিস!

Wednesday, December 17 2025, 1:42 pm
highlightKey Highlights

কমিশন সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ ১৮ ডিসেম্বর, সকাল থেকে প্রত্যেক ERO শুনানির চিঠি পাঠানো শুরু করবেন।


প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। শুরু হয়েছে হিয়ারিংয়ের তোড়জোড়। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ ১৮ ডিসেম্বর, সকাল থেকে প্রত্যেক ERO শুনানির চিঠি পাঠানো শুরু করবেন। কমিশন জানিয়েছে, ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের কাছে পাঠানো হতে চলেছে শুনানির নোটিস। নোটিসের দুটি কপি থাকবে। একটি নোটিস ভোটারের কাছে থাকবে। অন্যটি ভোটারের সই করিয়ে BLO নিজের কাছে রাখবেন। নোটিস পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে জেলাশাসক, মহকুমাশাসক, BDO অফিসে হবে শুনানি। কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১১টি নথি হাতের কাছে রাখতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File