SIR 2025 | বড়দিনের পরেই হবে হিয়ারিং, পাঠানো হচ্ছে নোটিস ! জানালো রাজ্যের CEO দপ্তর
Friday, December 19 2025, 3:52 pm
Key Highlightsরাজ্যের CEO দপ্তর সূত্রে খবর, বড়দিনের আগে হিয়ারিংয়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই।
প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। শুরু হয়েছে হিয়ারিংয়ের তোড়জোড়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের কাছে পাঠানো হতে চলেছে শুনানির নোটিস। একটি নোটিস ভোটারের কাছে থাকবে। অন্যটি ভোটারের সই করিয়ে BLO নিজের কাছে রাখবেন। সব ঠিক থাকলে আগামিকাল থেকেই বাড়ি বাড়ি হিয়ারিংয়ের নোটিস পৌঁছনো শুরু করবে।রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে হিয়ারিং। বড়দিনের আগে হিয়ারিংয়ের ডাক পড়বে না ভোটারদের।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- ভোটার কার্ড
- সিইও
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার

