Madhubanti Mukherjee | লগ্নজিতার পর এবার মধুবন্তী! ‘কুঞ্জ সাজাও গো’- গাইতেই কাড়া হলো গায়িকার মাইক্রোফোন!

Friday, December 26 2025, 5:12 pm
highlightKey Highlights

অনুষ্ঠানে ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ গানটি গাওয়ার পরই নাকি আক্রমণের শিকার হন মধুবন্তী।


সম্প্রতি পূর্ব মেদিনীপুরে গানের অনুষ্ঠান ছিল লগ্নজিতার। অনুষ্ঠানে ‘জাগো মা’ গানটি গাইতেই আক্রমণ করা হয় তাঁকে। এই নিয়ে বিতর্কের মাঝেই ফের গান গাইতে উঠে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। ২১ ডিসেম্বর মাজদিয়া কৃষ্ণগঞ্জ লালন উৎসবে লোকসঙ্গীত পরিবেশন করতে যান মধুবন্তী। ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ গানটি গাওয়ার পরই নাকি দর্শকাসন থেকে মঞ্চে উঠে এসে গায়িকার হাত থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। তাঁকে বলা হয় 'জাতপাত' এর গান গাওয়া যাবে না। নিজের সোশাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করেছেন গায়িকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File