Singer James | ভরা কনসার্টে জেমসকে লক্ষ্য করে ইঁট-পাথর ছুড়লো দুষ্কৃতীরা! ইউনূসের বাংলাদেশে তলানিতে সংস্কৃতি
Saturday, December 27 2025, 4:09 am
Key Highlightsহামলাকারীরা ঢুকে সোজা জেমসের স্টেজ দখল করার চেষ্টা করে, এমনটাই দাবি আয়োজকদের।
হাদির মৃত্যুর পর ভাঙচুর করা হয় ছায়ানট এবং উদীচী সাংষ্কৃতিক কেন্দ্র। অশান্ত বাংলাদেশে ফের প্রশ্নের মুখে শিল্প সংস্কৃতির অবস্থান। শুক্রবার বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন গায়ক জেমস ও তাঁর ব্যান্ড। সূত্রের খবর, শো চলাকালীন একদল বহিরাগত জোর করে স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা করে। আয়োজকরা বাধা দিতেই তাঁরা ইট পাথর ছুঁড়তে শুরু করে। এঘটনায় অন্তত ১৫ জন পড়ুয়া হন আহত হয়। ইট বৃষ্টি থেকে কোনওমতে রক্ষা পান জেমস। এরপরই অনুষ্ঠান বাতিল করে প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- সঙ্গীতশিল্পী
- মহম্মদ ইউনুস
- মহাম্মদ ইউনূস

