অর্থনৈতিক সোনার চাহিদা বেড়েছে, বাড়ছে ক্রেতার সংখ্যা। তাই এবার ধনতেরাসে বাড়ল সোনার দাম, বাড়তে পারে রুপোও।
ধনতেরাসে ভারতীয় বাজারে সোনার দাম চলছে ৫১,০০০ থেকে ৫৩,০০০ টাকা প্রতি ১০ গ্রাম। আগের ধনতেরাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৮,০৯৬ টাকা, অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ দাম বেড়েছে। রুপোর দাম কেজি প্রতি হয়েছে ৬২,০০০ টাকা। আগের সেশনের থেকে সোনার দাম ০.৭৬ শতাংশ অর্থাৎ ৩৮০ টাকা বেড়েছে। রুপোর দাম বেড়েছে ০.২৮ শতাংশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ভারতের ম্যানেজিং ডিরেক্টর সোমসুন্দরম পিআর বলেছেন, কিছুদিন ধরে মানুষের মধ্যে সোনা কেনার চাহিদা ও ক্রেতার সংখ্যা বেড়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি এখনও তেমন হয়নি, যদিও সোনার যাঁরা সংগঠিত ব্যবসায়ী তাঁদের ভাল লাভের সম্ভাবনা।