Wriddhiman Saha | দেশের জার্সি থেকে কোচের জার্সি, জীবনের নতুন ইনিংসে উজ্বল ঋদ্ধিমান!

Monday, May 19 2025, 12:07 pm
Wriddhiman Saha | দেশের জার্সি থেকে কোচের জার্সি, জীবনের নতুন ইনিংসে উজ্বল ঋদ্ধিমান!
highlightKey Highlights

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজ়ির মেন্টর হলেন শিলিগুড়িরই ছেলে ঋদ্ধি।


২০১০ সালে দেশের জার্সিতে অভিষেক করেন, ২০২১ সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহা। ২০২৪ সালের IPLএর পরই ঘোষণা করেছিলেন আর IPL খেলতে চান না তিনি। এবার কোচের দায়িত্ব সামলাতে চান। সেই প্রতিশ্রুতি রাখলেন ঋদ্ধি। KKR এর বড় অঙ্কের কোচিংয়ের প্রস্তাব ফিরিয়ে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজ়ির মেন্টর হলেন শিলিগুড়ির ছেলে ঋদ্ধি। কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে একেবারে গ্রাসরুট লেভেল থেকে বাংলা ক্রিকেটারদের তুলে আনার গুরুদায়িত্ব নিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File