বোমাতঙ্ক শিলিগুড়ির বাস টার্মিনাসে, ঘটনাস্থলে হাজির CID-এর বম্ব স্কোয়াড
Monday, August 9 2021, 4:10 pm
Key Highlightsশিলিগুড়ির জংশনে Tenzing Norgay বাসস্ট্যাণ্ডের বাইরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়াল বোমাতঙ্ক। জানা যাচ্ছে সকাল থেকেই সেখানে ব্যাগটি পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয় ওই এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীদের। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। ঘটনায় বাসস্ট্যাণ্ড চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। সেখান থেকে বিষয়টি জানানো হয় CID কে। দুপুরে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় পাশের তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ডের গেট। আপাতত বন্ধ রাখা হয়েছে এনবিএসটিসি এর বাস চলাচল।
- Related topics -
- দেশ
- শিলিগুড়ি
- বোমাতঙ্ক
- শিলিগুড়ি বাস টার্মিনাস
- সিআইডি

