Siliguri Tiger Cub Died । শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, মায়ের কামড়ে মৃত্যু হলো ৩ ব্যাঘ্রশাবকের

Saturday, December 7 2024, 2:08 pm
highlightKey Highlights

মায়ের কামড়ে মৃত্যু তিন শাবকের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে গিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।


চলতি মাসের গত সপ্তাহে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রিকা নামে একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। তবে তখনই খাঁচায় না রেখে তাদেরকে নাইট শেল্টারে রাখা হয়। জন্মের দুদিন পর নিজের শাবককে অন্যত্র সরানোর উদ্দেশ্যে ঘাড়ে কামড় বসায় রিকা। অসাবধানবশত ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায় শাবকদের। সঙ্গে সঙ্গে দুই শাবকের মৃত্যু হয়। আরেকটি শাবককে বাঁচানোর প্রানপন চেষ্টা করেন পার্ক কতৃপক্ষ। তবে শেষ রক্ষা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File