দেশ

Sikkim Flood | সিকিমের শিরে সংক্রান্তি! ভয়াবহ বন্যা পরিস্থিতি, ধসের আশঙ্কা, বিপর্যস্ত জনজীবন

Sikkim Flood | সিকিমের শিরে সংক্রান্তি! ভয়াবহ বন্যা পরিস্থিতি, ধসের আশঙ্কা, বিপর্যস্ত জনজীবন
Key Highlights

চোখে পড়ার মতো দ্রুততায় বাড়ছে ছোট্ট এই পার্বত্য রাজ্যের হিমবাহ–গলা জলে তৈরি হ্রদগুলোর (গ্লেসিয়াল লেক) আয়তন।

গত জুন থেকে অতিবৃষ্টির জেরে সিকিমের হিমবাহ গলা জলে তৈরি হ্রদগুলোর (গ্লেসিয়াল লেক) আয়তন ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত দু মাসে সাউথ লোনাক লেক, শাকো ছো নামের গ্লেসিয়াল লেকগুলি অতিবৃষ্টির জলে পুষ্ট হয়ে বিপদসীমার জলস্তর ছাড়িয়ে গিয়েছে। যেকোনো সময় বন্যা পরিস্থিতে সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৩৫ জন বিশেষজ্ঞের একটি দল। তাঁরা জানিয়েছেন, সিকিমের লেকগুলি অত্যন্ত 'ভালনারেবল' অবস্থায় রয়েছে। একবার হ্রদের পাড় ভাঙতে শুরু করলে ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা।