সিকিমে প্রবল বৃষ্টির প্রকোপে নামে ধস, বাড়ি ভেঙে মৃত্যু এক মহিলা সহ ২ জনের
Wednesday, June 9 2021, 1:36 pm
Key Highlightsসিকিমে প্রবল বৃষ্টির কারণে নামল ধস। গত মঙ্গলবার গ্যাংটকের কাছে একটি বাড়ি ধসে গিয়ে এক মহিলা সহ মৃত্যু হয়েছে দুজনের। ধসে যাওয়া বাড়িটির পাশেই আরো একটি বাড়ি ধসে যায় এবং আশঙ্কা করা হচ্ছে ওই বাড়িটির নিচেও আটকে রয়েছেন অনেকে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য শুরু করে। এলাকার মহকুমা শাসক Robin Sewa ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। তিনি জানান, ‘আমরা আসার আগেই ওই মহিলা বাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন। যদিও এলাকার লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করেন।’