অন্যান্য

Sikkim | ৫০০ টাকায় গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি! 'শেয়ার অ্যাপ ক্যাব' করছে সিকিম সরকার

Sikkim | ৫০০ টাকায় গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি! 'শেয়ার অ্যাপ ক্যাব' করছে সিকিম সরকার
Key Highlights

'শেয়ার অ্যাপ ক্যাব' চালু করতে উদ্যোগী সিকিম সরকার। মার্চ থেকে ওই পরিষেবা চালু হবে বলে ঘোষণা করেছে সিকিম প্রশাসন।

পাহাড় প্রেমীদের জন্য দারুন খবর! 'শেয়ার অ্যাপ ক্যাব' চালু করতে উদ্যোগী সিকিম সরকার। মার্চ থেকে ওই পরিষেবা চালু হবে বলে ঘোষণা করেছে সিকিম প্রশাসন। এতদিন সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের অভিযোগ ছিল, লাক্সারি গাড়িতে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে চালকরা ভাড়া নিচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত। তবে এই 'শেয়ার অ্যাপ ক্যাব' কারণে একা অথবা দু’জনে মিলে বেড়াতে এলে পুরো গাড়ি ভাড়া করতে হবে না। মাথাপিছু পাঁচশো টাকা ভাড়ায় আসন বুকিং করা যাবে। গ্যাংটক থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শেয়ারে গাড়ি বুক করা যাবে।