Sikkim Earthquake | সাত সকালে ভূমিকম্পে কাঁপলো উত্তরবঙ্গ! উৎপত্তিস্থল সিকিমের নামচি

Friday, August 9 2024, 7:08 am
highlightKey Highlights

দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূকম্পন অনুভব করা যায়।


ভূকম্পে কাঁপলো উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূকম্পন অনুভব করা যায়। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের নামচি এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। তবে গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল। তাই বড় কনও ক্ষতির সম্ভাবনা নেই। তবে, কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File