নিয়মিত মাস্ক তো পরছেন, কিন্তু সেটা কখন বদলাবেন, চলুন জেনে নেওয়া যাক

Wednesday, April 14 2021, 11:15 am
highlightKey Highlights

চিকিৎসা মহলের আশঙ্খা করোনা সংক্রমের দ্বিতীয় ঢেউ সুনামির আকার নিতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাফ রাজ্য সহ গোটা দেশে ঊর্ধ্বমুখী। এইসময় মাস্ক ৭০% সুরক্ষা দিতে পারে। তবে নিয়মিত মাস্ক পরার সাথে অবশ্যই কতদিন একটি মাস্ক ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে। মাস্কের পূর্ণ উপযোগিতা ধরে রাখতে মাস্ক এমন ভাবে পড়তে হবে যাতে আপনার মুখ ও নাক সম্পূর্ণ ভাবে ঢাকা পরে। ব্রণ,র‌্যাস, চুলকানি,ফুলে ওঠার মতোন ত্বকের সমস্যা যদি আপনার নজরে আসে, তাহলে অবিলম্বে মাস্ক পরিবর্তন করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File