স্বাস্থ্য

পায়ের কোন লক্ষণগুলি দেখে আপনার কোলেস্টেরলের মাত্রা বুঝবেন? চলুন জানা যাক

পায়ের কোন লক্ষণগুলি দেখে আপনার কোলেস্টেরলের মাত্রা বুঝবেন? চলুন জানা যাক
Key Highlights

কোলেস্টেরল হল মোমের মতো এক ধরনের ফ্যাটি পদার্থ, যা যকৃৎ থেকে তৈরী হয়। শরীরে প্রোটিনের অভাব এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি হলে কোলেস্টেরলের সঙ্গে মিশে তা ‘লো ডেনসিটি লাইপোপ্রোটিন’ হয়। শরীরে কোলেস্টেরলের পরিমাণ খুব বেড়ে গেলে পায়ের টেন্ডন লিগামেন্টগুলিতে সরাসরি প্রভাব পরে। যেমন - পায়ের ধমনীগুলি সরু হয়ে যায়, ফলে পায়ের নীচের অংশ অনেকটা অক্সিজেন-সহ রক্ত পৌঁছতে পারে না এবং অতি সহজেই পা ভারী হয়ে যায় ও ক্লান্তি অনুভব হয়। উরু বা পায়ের হাঁটুর নীচে পিছনের দিকে ব্যথা হতে পারে।