Baba Siddique | 'লরেন্স বিষ্ণোইয়ের জন্যই সিদ্দিকিকে খুন', জানালেন মাস্টারমাইন্ড জিশান!

এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কুখ্যাত অপরাধী জিশান আখতার ও লরেন্স বিষ্ণোই গ্যাং।
২০২৩ সালের ১২ অক্টোবর রাতে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় মুম্বইয়ের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কুখ্যাত অপরাধী জিশান আখতার ও লরেন্স বিষ্ণোই গ্যাং। সম্প্রতি জিশান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সিদ্দিকি হত্যার নেপথ্যে রয়েছেন তিনিই এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের জন্যই তিনি এই খুন করার পরিকল্পনা করেন। সেই সঙ্গেই জিশান এও জানান, তাঁর বিরুদ্ধে অসংখ্য ভুয়ো মামলা রুজু করা হয়েছে, ফলে তিনি ভারতে ফিরবেন না।
