Shubman Gill | চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকের বিরুদ্ধে ম্যাচের আগেই জয় ভারতের! বাবরকে পেছনে ফেলে শীর্ষে গিল!

৭৯৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন গিল। ৭৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন বাবর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই জয় ভারতের! ICCর র্যাঙ্কিং তালিকায় পাক ক্রিকেটার বাবর আজ়মকে পেছনে ফেলে শীর্ষে উঠলেন শুভমান গিল। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন পাক ব্যাটার বাবর আজ়ম। তবে ৭৯৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন গিল। ৭৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন বাবর। ৭৬১ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ়ে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেছেন শুভমান। এই পারফর্ম্যান্সের দৌলতেই শীর্ষে ভারতের তারকা ক্রিকেটার।