Shubman Gill | ইডেন টেস্টে ঘাড়ে চোট, ওয়ানডে-তে অনিশ্চিত গিল, নেতৃত্বে কি ফিরছেন হিটম্যান?

অধিনায়ক হিসেবে বিকল্প খুঁজছেন নির্বাচকরা। নেতৃত্বে দৌড়ে থাকছেন জশপ্রীত বুমরাহ, রোহিত শর্মা।
ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত তিনি। অধিনায়ক হিসেবে বিকল্প খুঁজছেন নির্বাচকরা। সবার আগে উঠে আসছে কেএল রাহুলের নাম। ১৬টি ওয়ানডে’তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। জিতেছেন ১১টি ম্যাচ। নেতৃত্বে দৌড়ে থাকছেন জশপ্রীত বুমরাহ, রোহিত শর্মাও। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়সের পরিবর্তে সুযোগ পেতে পারেন তিলক বর্মা। এশিয়া কাপ ফাইনালে ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন তিনি।
