Shubman Gill | ধোঁয়াশায় ঢেকেছে স্টেডিয়াম, খেলবেন না শুভমন! দূষণের জেরে ১ ঘন্টা পিছিয়ে গেলো ম্যাচ!
Wednesday, December 17 2025, 3:04 pm
Key Highlightsম্যাচ নিয়ে দোটানার মধ্যেই ছিটকে গিয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে, অনুশীলন চলাকালীন শুভমানের গোড়ালিতে চোট লেগেছে।
বুধবার টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলতে নেমে দিশেহারা ভারত ও দক্ষিণ আফ্রিকা। দিল্লির মতোই দূষণের জেরে জেরবার লখনউও। ধোঁয়াশার জেরে নির্ধারিত সময় অর্থাৎ সন্ধে সাড়ে ৬টায় টস করা সম্ভব হল না। মাঠে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম। একঘণ্টা পিছিয়ে টস হলো। ম্যাচ নিয়ে দোটানার মধ্যেই ছিটকে গিয়েছেন শুভমান গিল। সূত্রের খবর, অনুশীলন চলাকালীন শুভমানের গোড়ালিতে চোট লেগেছে। আঘাত সারতে সময় লাগবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
- Related topics -
- খেলাধুলা
- শুভমন গিল
- লখনউ
- ভারত
- দক্ষিণ আফ্রিকা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি

