খেলাধুলা

Shubman Gill | টেস্টে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক গিল, তৈরি কিং কোহলির উত্তরসূরী?

Shubman Gill | টেস্টে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক গিল, তৈরি কিং কোহলির উত্তরসূরী?
Key Highlights

এজবাস্টনে ডবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ৩১১ বলে দ্বিশতরান এল গিলের ব্যাট থেকে।

এজবাস্টনের মাটিতে দ্বিতীয় দিনেও গিল ম্যাজিক অব্যাহত। ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক শুভমন গিল। ৩১১ বলে ২০০ রান করলেন তিনি। সমতা ফেরানোর ম্যাচের প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন গিল। দ্বিতীয় দিনের শুরুতে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৪০০র গণ্ডি পেরোলেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসেবে এজবাস্টনে সর্বোচ্চ ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এদিন অনায়াসে দ্বিশতরান করে কিং কোহলির রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল। তাঁকে স্ট্যান্ডিং ওভেশনের মাধ্যমে অভিনন্দন জানালেন গোটা ভারতীয় দল।