Shubhman Gill | ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম, ICCর সেরা প্লেয়ারের খেতাব পেলেন শুভমান গিল!

ICC র জুলাই মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার শুভমান গিল।
আইপিএলের মরশুম থেকে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমান গিল। ব্যাট হাতে পাঁচ টেস্টে করেছেন ৭৫৪ রান। তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ফলে টেস্ট সিরিজ় ড্র করে দেশে ফিরেছে। এবার খাটনির ফল পেলেন তরুণ ক্রিকেটার। ICC র জুলাই মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শুভমান। মাসের সেরা হওয়ার দৌড়ে শুভমানের সঙ্গে মনোনীত হয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। এর আগে চলতি বছরে ফেব্রুয়ারি মাসেএবং ২০২৩ সালে জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে, মোট তিন বার এই পুরষ্কার পেয়েছেন গিল।