Shubhanshu Shukla | ১৪ই জুলাই পৃথিবীতে পা রাখবেন শুভাংশুরা, কোথায নামবে ড্রাগন মহাকাশযান? জানালো ISRO
Saturday, July 12 2025, 3:02 pm

শুভাংশু শুক্লা-সহ তিন মহাকাশযাত্রীর প্রত্যাবর্তনের তারিখ জানিয়ে দিল ইসরো।
শুভাংশুর অপেক্ষায় গোটা দেশ। ISRO বিবৃতি জারি করে জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে ১৫ জুলাই পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, ১৪ জুলাই, বিকেল ৪.৩০টের সময় ISS থেকে আনডকিং করবে ড্রাগন মহাকাশযান। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে সেটি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যে স্প্ল্যাশডাউনের পর ৭ দিনের ‘রিহ্যাবিলিটেশন’এ থাকবেন মহাকাশচারীরা। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরবেন শুভাংশু সহ ৪ মহাকাশচারী।