Shubhanshu Shukla | আগামী ৮ তারিখ রওনা, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পারি দেবেন শুভাংশু শুক্লা!

Thursday, June 26 2025, 10:24 am
highlightKey Highlights

আগামী ৮ তারিখ ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস স্টেশন থেকে স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেট চেপে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের শুভাংশু শুক্লা।


বাকি নেই এক সপ্তাহও, আগামী ৮ তারিখ ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস স্টেশন থেকে স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেট চেপে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়তে চলেছেন তিনি। ওই দিন সন্ধে ৬টা ৪১ মিনিট এর আগে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে ওই রকেট। শুভাংশু আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইউএসের বেসরকারি স্পেস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার সংস্থা ‘অ্যাক্সিয়ম স্পেস’ এর চতুর্থ কমার্শিয়াল মিশনে পাইলটের ভূমিকা পালন করবেন




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File