Shubhanshu Shukla | আগামী ৮ জুন মহাকাশের উদ্দেশ্যে রওনা, তার আগে ‘প্রি লঞ্চ’ কোয়ারেন্টাইনে শুভাংশু!

Wednesday, May 28 2025, 11:23 am
highlightKey Highlights

প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু শুক্লা। পাইলট হিসেবে এই অভিযানের শরিক তিনি।


আগামী ৮ জুন শুরু হবে মিশন অ্যাক্সিওম ৪। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে Ax 4 কে। এই মহাকাশযান চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন মহাকাশচারীরা। এই তালিকায় রয়েছেন এক ভারতীয়ও। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু শুক্লা। পাইলট হিসেবে এই অভিযানের শরিক তিনি। আপাতত সেই মিশনের জন্যই ‘প্রি লঞ্চ’ কোয়ারেন্টাইনে রয়েছেন শুভাংশু। মহাকাশে যাওয়ার আগে যাতে কোনওরকম সংক্রমণ শরীরে বাসা না বাঁধে সেজন্যই এই কোয়ারেন্টাইন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File