অ্যাক্সিওম মিশন ৪

Shubhanshu Shukla | মহাকাশে প্রায় ১০০ কিমি পথ পাড়ি শুভাংশুদের, দেখলেন ২৩০ বার সূর্যোদয়!

Shubhanshu Shukla | মহাকাশে প্রায় ১০০ কিমি পথ পাড়ি শুভাংশুদের, দেখলেন ২৩০ বার সূর্যোদয়!
Key Highlights

এই সময়ের মধ্যে মহাকাশচারীরা পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন প্রায় ২৩০ বার। ২৩০ বার সূর্যোদয় দেখেছেন তাঁরা।

টানা দুই সপ্তাহ মহাকাশে কাটিয়েছেন শুভাংশুরা। তবে এখনই ঘরে ফেরা হচ্ছেনা তাঁদের। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (ISS) ইতিমধ্যেই ২৩০ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। প্রায় ৯৬.৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন মহাকাশচারীরা। এই সময়ের মধ্যে ২৩০ বার সূর্যোদয় দেখেছেন শুভাংশুরা। মহাকাশে অবস্থানকালে বায়োমেডিক্যাল সায়েন্স, নিউরোসায়েন্স, কৃষি, স্পেস টেকনোলজি, প্রযুক্তির নানা শাখায় প্রায় ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন তাঁরা। গবেষণাগুলি চিকিৎসাক্ষেত্রে এবং ভবিষ্যতে মহাকাশযাত্রায় নতুন দিশা দেখাবে।