Shubhanshu Shukla | “নবজাতক শিশুর মতো দাঁড়ানো,হাঁটা শিখছি “, মহাকাশের অভিজ্ঞতা ভাগ করলেন শুভাংশু!

Thursday, June 26 2025, 8:47 am
Shubhanshu Shukla | “নবজাতক শিশুর মতো দাঁড়ানো,হাঁটা শিখছি “, মহাকাশের অভিজ্ঞতা ভাগ করলেন শুভাংশু!
highlightKey Highlights

মহাকাশ থেকে প্রথম বার্তা দিলেন দেশের গর্ব শুভাংশু। গ্রুপ ক্যাপটেন বলেন, “কেমন আছ সবাই, মহাকাশ থেকে নমস্কার। এখানে সঙ্গী নভোচরদের সঙ্গে দারুণ উত্তেজিত বোধ করছি।“


দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস লিখেছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেন শুভাংশু সহ আরও ৩ নভোচর। এবার মহাকাশ থেকে প্রথম বার্তা দিলেন দেশের গর্ব শুভাংশু। গ্রুপ ক্যাপটেন বলেন, “কেমন আছ সবাই, মহাকাশ থেকে নমস্কার। এখানে সঙ্গী নভোচরদের সঙ্গে দারুণ উত্তেজিত বোধ করছি।“ তিনি আরও বলেন, “এখন আমি শূন্য অভিকর্ষের সঙ্গে যুঝছি। নবজাতক শিশুর মতো সোজা হয়ে দাঁড়ানো, হাঁটা, নিজেকে নিয়ন্ত্রণ করা, খাওয়া ইত্যাদি শিখছি। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File