Shubhanshu Shukla | মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে দেখতে? জানালেন ইতিহাস সৃষ্টিকারী শুভাংশু শুক্লা!

Thursday, August 21 2025, 2:18 pm
Shubhanshu Shukla | মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে দেখতে? জানালেন ইতিহাস সৃষ্টিকারী  শুভাংশু শুক্লা!
highlightKey Highlights

শুক্লা বলেন, ”আজও মহাকাশ থেকে ভারতকে সবচেয়ে সুন্দর দেখতে মনে হয়। জয় হিন্দ, জয় ভারত।”


প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়ে রাকেশ শর্মা বলেছিলেন ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা।’ এবার প্রায় একই কথা বললেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্লা। ইসরো চেয়ারম্যানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শুভাংশুকে প্রশ্ন করা হয়, মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে দেখতে? শুক্লা বলেন, ”আজও মহাকাশ থেকে ভারতকে সবচেয়ে সুন্দর দেখতে মনে হয়। জয় হিন্দ, জয় ভারত।” শুভাংশু আরও জানান, অ্যাক্সিওম ৪ মিশনে তিনি কমান্ডারের সঙ্গে কাজ করেন এবং ড্রাগনের সিস্টেমগুলির সঙ্গে সমন্বয় করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File