UNESCO | UNESCO-র মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে জায়গা করলো শ্রীমদ্ভগবৎ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র!

Saturday, April 19 2025, 3:07 pm
highlightKey Highlights

UNESCOর মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে জায়গা করে নিল শ্রীমদ্ভগবৎ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র।


ভারতের মুকুটে নয়া পালক। UNESCOর মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারের তালিকায় জায়গা করে নিলো ভারতের শ্রীমদ্ভগবৎ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন। এই পোস্টটি রিটুইট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারতের ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতিই স্বীকৃতি পেয়েছে UNESCOর হাত ধরে। UNESCO সূত্রে খবর, মোট ৭৪টি নতুন বিষয় জায়গা পেয়েছে ওই রেজিস্টারে। সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে মোট ৫৭০।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File