Sreyash Iyer | গতবারের IPL জয়ী অধিনায়ককে ২৬.৭৫ কোটি দিয়ে কিনলো পঞ্জাব কিংস! দল বদল করতেই ইতিহাস শ্রেয়সের

Monday, January 13 2025, 10:17 am
highlightKey Highlights

শ্রেয়সই প্রথম ভারতীয় যিনি IPLএ তিনটি দলকে নেতৃত্ব দেবেন। পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালনের আগে শ্রেয়স অধিনায়ক ছিলেন দিল্লির।


গতবারের IPL জয়ী অধিনায়ককে রাখেনি কলকাতা। তাঁকেই ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনলো পঞ্জাব কিংস। আর দল বদল করতেই IPLএ ইতিহাস তৈরী করলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সই প্রথম ভারতীয় যিনি IPLএ তিনটি দলকে নেতৃত্ব দেবেন। পঞ্জাবের অধিনায়কের দায়িত্ব পেয়ে শ্রেয়স বলেন, “কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করব বলে মুখিয়ে আছি। ম্যানেজমেন্ট আমার ভরসা রেখেছে, তার মূল্য দিয়ে পঞ্জাবকে প্রথম ট্রফি দিতে পারব বলে আশাবাদী।” উল্লেখ্য পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালনের আগে শ্রেয়স অধিনায়ক ছিলেন দিল্লির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File