বৃহস্পতিবার সকালে নিজের টুইটারে সুখবর দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, জানালেন মা হতে চলেছেন তিনি

Thursday, March 4 2021, 7:29 am
বৃহস্পতিবার সকালে নিজের টুইটারে সুখবর দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, জানালেন মা হতে চলেছেন তিনি
highlightKey Highlights

বৃহস্পতিবার সকাল সকাল সুখবর দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি। লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’। হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রেয়া। ছবিতে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File