শ্রীরামপুরে অটোমেটেড টেলার মেশিনের বদলে চালু করা হলো নতুন উদ্যোগ 'অল টাইম মাস্ক' মেশিন
Sunday, May 16 2021, 6:16 am
Key Highlights
করোনার প্রকোপ বাড়লেও এখনো বহু মানুষ অসচেতন। অনেকেই মাস্ক ব্যবহার সঠিকভাবে করছেন না তাই মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল শ্রীরামপুরের বটতলা ব্যবসায়ী সমিতি। বসানো হয়েছে 'অল টাইম মাস্ক' (ATM) মেশিন অর্থাৎ এতদিন যেমন অটোমেটেড টেলার মেশিন থেকে টাকা তোলা যেত তেমনি এই মেশিনে সর্বদা সাধারণ মানুষের জন্য থাকবে মাস্ক। বিনামূল্যে যেকোনো সময় এই মেশিন থেকে মাস্ক সংগ্রহ করা যাবে। এই উদ্যোগের ফলে অনেক মানুষ সচেতন হচ্ছেন।
- Related topics -
- রাজ্য
- শ্রীরামপুর
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি
- মাস্ক
- অল টাইম মাস্ক