Naihati Shootout | নৈহাটিতে শুটআউট! তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চললো দুষ্কৃতীদের চার রাউন্ড গুলি!
Friday, January 31 2025, 12:42 pm
Key Highlightsঅভিযোগ, নৈহাটিতে সন্তোষ যাদব নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
ফের শুটআউট বাংলায়! অভিযোগ, নৈহাটিতে সন্তোষ যাদব নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মী। তবে কে বা কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। এই ঘটনায় বিধায়ক সনৎ দে বলেন, 'সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী ছিল। বাড়ি ফিরছিল। সেই সময়ে অর্জুন সিং এর আশ্রিত একাধিক দুষ্কৃতী ঘিরে ধরে সন্তোষকে ৪ রাউন্ড গুলি করে।’ অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও।

