মধ্যমগ্রামে দুর্ধর্ষ শ্যুটআউট! নিহত প্রোমোটার
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsঅশোক সর্দার নামে এক ব্যাবসায়ী সকাল ১১টা নাগাদ রোহান্ডা চণ্ডিগড়ের প্রজেক্ট সাইট-এ উপস্থিত ছিলেন। তখন একটি জমিতে পাঁচিল তোলার কাজ চলছিল। ঠিক সেই সময় পয়েন্ট ব্ল্যাক থেকে প্রোমোটার অশোককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে আততীয়রা পালিয়ে যায়। বুকে, পায়ে, পেটে একাধিক জায়গায় গুলি করে পুরো ঝাঁঝরা করে দেয় দুস্কৃতিতরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসীরা।