Sourav Ganguly Biopic | জুলাইতেই শ্যুটিং শুরু 'প্রিন্স অফ ক্যালকাটা'র বায়োপিকের, সৌরভের চরিত্রে থাকছেন কে ?
Wednesday, February 5 2025, 2:05 pm

অবশেষে সিনেপর্দায় আসতে চলেছে 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। জুলাই মাসে কলকাতাতে শুরু হবে বায়োপিকের শুটিং।
কানাঘুষো শোনা যাচ্ছিলোই। অবশেষে সিনেপর্দায় আসতে চলেছে 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত হবে চিত্রনাট্য। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসে কলকাতাতে শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং। প্রথমে শোনা যাচ্ছিলো নামভূমিকায় থাকছেন আয়ুষ্মান খুরানা। কাস্টিং বদলেছে। পর্দায় দাদার হয়ে 'দাদাগিরি' করবেন রাজকুমার রাও। লাভ রঞ্জন, অঙ্কুর গর্গের স্বপ্নের প্রজেক্টটি পরিচালনা করছেন বলিউডের নামজাদা পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। তবে ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন এখনও জানা যায়নি।
- Related topics -
- বিনোদন
- সৌরভ গাঙ্গুলি
- রাজকুমার রাও
- সিনেমাা
- বলিউড
- বায়োপিক
- ক্রিকেটার
- ক্রিকেট
- অভিনেতা
- নতুন ছবি
- ছবির শুটিং
- রাজ্য
- দেশ