Shivraj Patil | প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ ও কংগ্রেসের প্রবীণ নেতা শিবরাজ পাটিল। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ৭ বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ৬ বছর লোকসভার স্পিকার ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও আরও একাধিক গুরুদায়িত্ব সামলেছেন। তিনি দায়িত্বে থাকাকালীন মুম্বইয়ের বুকে ২৬/১১র জঙ্গি হামলা ঘটে। তাঁর দায় নিয়ে পদত্যাগ করেছিলেন শিবরাজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
- Related topics -
- দেশ
- কংগ্রেস নেতা
- স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রয়াত
- মৃত্যু
- মহারাষ্ট্র
