Coca-Cola | সোডা থেকে প্রোটিন মিল্কে শিফট! দুধ বেঁচে বিলিয়ন ডলার কামাচ্ছে কোকা-কোলা
Wednesday, February 19 2025, 3:34 pm

ব্যবসা বৃদ্ধি করতে দুধ ও প্রোটিন শেক বিক্রি শুরু করল কোকাকোলা।
বিশ্বজুড়ে বিখ্যাত সোডা প্রস্তুতকারী সংস্থা কোকাকোলা। এবার ব্যবসা বাড়াতে দুধ ও প্রোটিন শেক বিক্রি শুরু করল এই সংস্থা। আসলে ২০২০ সালে ৯৮০ মিলিয়ন ডলারে পাইকারি দুগ্ধ উৎপাদনকারী সংস্থা ফেয়ারলাইফ ব্র্যান্ডটি কিনে নেয় কোকাকোলা। এই সংস্থা দুধ থেকে ল্যাকটোজ এবং চিনি বের করে দুধের প্রোটিনের পরিমাণ দ্বিগুণ করতো। ফলে আমেরিকায় হু হু করে বিক্রি হতে থাকে এই দুধ। ২০২২এ ফেয়ারলাইফ বিক্রয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ফলে বেড়েছে কোকাকোলার নেট ওয়ার্থ।
- Related topics -
- আন্তর্জাতিক
- কোকাকোলা
- পানীয়
- কোল্ড ড্রিংক
- দুধ