Sheikh Hasina Verdict | 'ইউনুস সরকার আদালতকে ব্যবহার করেছে'! রায়দানের পর প্রথম প্রতিক্রিয়া হাসিনার!

হাসিনা বিবৃতিতে লিখেছেন, ‘এই রায় পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই নামমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেওয়া রায়ের কোনও ভিত্তি নেই। ইউনূস সরকার নিজেদের রাগ মেটাতে এই আদালতকে ব্যবহার করেছে।’
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাঁসির সাজা দেওয়া হয়েছে হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তবে এই রায়কে চূড়ান্ত মানতে নারাজ শেখ হাসিনা। রায় ঘোষণার পরই হাসিনা বিবৃতিতে লিখেছেন, ‘এই রায় পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই নামমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেওয়া রায়ের কোনও ভিত্তি নেই। ইউনূস সরকার নিজেদের রাগ মেটাতে এই আদালতকে ব্যবহার করেছে।’
