Sheikh Hasina | ৬ মাসের কারাদণ্ড শেখ হাসিনার! বিচার ব্যবস্থাকে হাতিয়ার করে ‘বদলা’ ইউনুসের!

Wednesday, July 2 2025, 10:32 am
highlightKey Highlights

দেশত্যাগ করতেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয় বদলের বাংলাদেশে।


দেশত্যাগ করতেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয় বদলের বাংলাদেশে। অভিযোগ দায়ের হয়েছিল পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার জন্যেও। এবার সেই প্রেক্ষিতে শেখ হাসিনাকে বিনাশ্রমে ৬ মাসের কারাদণ্ড দিল ঢাকার ট্রাইব্যুনাল। জানা গিয়েছে, একটি ফোনালাপের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছিল। যে ফোন কলে এক নারীকণ্ঠকে বলতে শোনা গিয়েছিল, “আমার নামে আড়াইশো খুনের মামলা হয়েছে। অর্থাৎ আমি আড়াইশো খুনের পারমিশন পেয়ে গিয়েছি।” বলা হয় সেই নারী কণ্ঠ হাসিনার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File