Sheikh Hasina | আরও এক দুর্নীতির মামলায় হাসিনাকে ৫ বছর কারাদণ্ড! অভিযুক্ত শেখ রেহানা-টিউলিপ সিদ্দিকও!

Monday, December 1 2025, 12:53 pm
highlightKey Highlights

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৫ বছর কারাবাসের সাজা শোনাল বাংলাদেশের আদালত।


পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৫ বছর কারাবাসের সাজা শোনাল বাংলাদেশের আদালত। এই মামলায় অভিযুক্ত ছিলেন হাসিনার বোন শেখ রেহানা ও তাঁর কন্যা ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিকও। কারাবাসের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে আদালত। শেখ রেহানাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File