Gopalganj Violence | গোপালগঞ্জের ঘটনাটি ‘পরিকল্পিত গণহত্যা’, ইউনূসের বাসভবন পর্যন্ত ‘লং মার্চে’র ডাক হাসিনার!

‘গোপালগঞ্জ গণহত্যা’র প্রতিবাদে ইউনুসের বাসভবন পর্যন্ত ‘লং মার্চে’র ডাক দিয়েছেন শেখ হাসিনা।
বুধবার বাংলাদেশের গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' এবং 'আওয়ামি লিগ' সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনাকে ‘পরিকল্পিত গণহত্যা’ আখ্যা দিয়েছে আওয়ামী লীগ। এবার ‘গোপালগঞ্জ গণহত্যা’র প্রতিবাদে ইউনুসের বাসভবন পর্যন্ত ‘লং মার্চে’র ডাক দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনা বলেন, বিদ্রোহী কণ্ঠস্বর দমনে সেনাকে গুন্ডা বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে দেখে তিনি মর্মাহত। গোটা বিষয়টি রাষ্ট্রসংঘে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা।