আন্তর্জাতিক

Sheikh Hasina: হাসিনার বিস্ফোরক মন্তব্য 'আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে'

Sheikh Hasina: হাসিনার বিস্ফোরক মন্তব্য 'আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে'
Key Highlights

সামনেই বাংলাদেশের নির্বাচন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার আগেই "শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে"- এই চক্রান্ত চলছে বলে এই অভিযোগ করেছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন," ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচনের আগেও চক্রান্ত করা হয়। আবার জাতীয় নির্বাচনের দিন এগিয়ে আসছে। আর আমাকে ক্ষমতাচ্যুত করার , সরানোর ষড়যন্ত্র জোরদার হচ্ছে। "

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা । সেইসময় এইকথা বলেন তিনি। এইরকম ষড়যন্ত্র করে কার লাভ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমার পরিবারের সদস্যদের একের পর এক খুন করা হয়েছে। রাসেলকেও খুন করা হয়েছে। সেই পরিবার থেকে বেঁচে এসে সরকারে এলাম। আমরাই বাংলাদেশের সাফল্য এনে দিলাম। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। এটা অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা সারাক্ষণই তৎপর আছে। যাদের এই তৎপরতা অনেক বেশি তারা কেউ আমার অচেনা নন। তাদের খবরও আমি রাখি। তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে।” তিনি বলেন যে এই রকম ষড়যন্ত্র করে ওই চক্রান্তকারীদের কোনও লাভ হবে না।

আমার পরিবারের সদস্যদের একের পর এক খুন করা হয়েছে। রাসেলকেও খুন করা হয়েছে। সেই পরিবার থেকে বেঁচে এসে সরকারে এলাম। আমরাই বাংলাদেশের সাফল্য এনে দিলাম। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। এটা অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা সারাক্ষণই তৎপর আছে। যাদের এই তৎপরতা অনেক বেশি তারা কেউ আমার অচেনা নন। তাদের খবরও আমি রাখি। তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে

Sheikh Hasina (Prime Minister of Bangladesh)

প্রসঙ্গত, করোনা এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে বাংলাদেশেও প্রভাব পড়েছে। এই কারণে জিনিসের দাম বেড়েছে। তবুও সেখানে উৎপাদন বৃদ্ধি করার দিকে জোর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


UPI | ১লা আগস্ট থেকে UPI-র ক্ষেত্রে একাধিক নিয়মে বদল! না জানলে পড়বেন বিপদে!
Dharmasthala | পবিত্র ধর্মস্থলা মন্দিরে একাধিক ধর্ষণ-খুন ও গণ-কবর? সাফাইকর্মীর দেখানো স্থান থেকে উদ্ধার মানব কঙ্কাল!
Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Operation Mahadev | 'অপারেশন মহাদেবে' নিকেশ পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী মুসা! কীভাবে খোঁজ পেলো সেনা?
Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
GST in UPI | UPI এর মাধ্যমে ২ হাজার টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে GST? কী বলছে কেন্দ্র?
IndvsEng Test | লড়াকু জাডেজা-ওয়াশিংটন, চোখধাধাঁনো সেঞ্চুরি করে ম্যাচ ড্র দুই ভারত সৈনিকের