আন্তর্জাতিক

Sheikh Hasina: হাসিনার বিস্ফোরক মন্তব্য 'আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে'

Sheikh Hasina: হাসিনার বিস্ফোরক মন্তব্য 'আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে'
Key Highlights

সামনেই বাংলাদেশের নির্বাচন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার আগেই "শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে"- এই চক্রান্ত চলছে বলে এই অভিযোগ করেছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন," ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচনের আগেও চক্রান্ত করা হয়। আবার জাতীয় নির্বাচনের দিন এগিয়ে আসছে। আর আমাকে ক্ষমতাচ্যুত করার , সরানোর ষড়যন্ত্র জোরদার হচ্ছে। "

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা । সেইসময় এইকথা বলেন তিনি। এইরকম ষড়যন্ত্র করে কার লাভ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমার পরিবারের সদস্যদের একের পর এক খুন করা হয়েছে। রাসেলকেও খুন করা হয়েছে। সেই পরিবার থেকে বেঁচে এসে সরকারে এলাম। আমরাই বাংলাদেশের সাফল্য এনে দিলাম। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। এটা অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা সারাক্ষণই তৎপর আছে। যাদের এই তৎপরতা অনেক বেশি তারা কেউ আমার অচেনা নন। তাদের খবরও আমি রাখি। তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে।” তিনি বলেন যে এই রকম ষড়যন্ত্র করে ওই চক্রান্তকারীদের কোনও লাভ হবে না।

আমার পরিবারের সদস্যদের একের পর এক খুন করা হয়েছে। রাসেলকেও খুন করা হয়েছে। সেই পরিবার থেকে বেঁচে এসে সরকারে এলাম। আমরাই বাংলাদেশের সাফল্য এনে দিলাম। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। এটা অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা সারাক্ষণই তৎপর আছে। যাদের এই তৎপরতা অনেক বেশি তারা কেউ আমার অচেনা নন। তাদের খবরও আমি রাখি। তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে

Sheikh Hasina (Prime Minister of Bangladesh)

প্রসঙ্গত, করোনা এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে বাংলাদেশেও প্রভাব পড়েছে। এই কারণে জিনিসের দাম বেড়েছে। তবুও সেখানে উৎপাদন বৃদ্ধি করার দিকে জোর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo