21 July TMC | ২১শে জুলাইয়ের মঞ্চে অসুস্থ শত্রুঘ্ন-শতাব্দী-মদনরা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে!

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর, সভার শেষ দিকে অসুস্থ বোধ করেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা, তারকা সাংসদ শতাব্দী রায়, তারকা সাংসদ কীর্তি আজাদ, এবং বিধায়ক মদন মিত্র।
২১ শে জুলাইয়ের মঞ্চে দুর্ঘটনা! এই প্রবল রোদ আর গরমে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চার হেভি ওয়েট সদস্য। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর, সভার শেষ দিকে অসুস্থ বোধ করেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা, তারকা সাংসদ শতাব্দী রায়, তারকা সাংসদ কীর্তি আজাদ, এবং বিধায়ক মদন মিত্র। এরপর তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মঞ্চ থেকে তাঁদের বের করে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে আগে থেকে বর্তমানে অনেকটাই ভালো আছেন তাঁরা।