Messi in Kolkata | মিললো না জামিন, শতদ্রুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের!

Sunday, December 14 2025, 1:49 pm
highlightKey Highlights

শতদ্রুকে আজ আদালতে তোলা হলে, তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।


মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’কে কেন্দ্র করে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হয়। আদালতে জামিনের আবেদন করেন শতদ্রুর আইনজীবী। শতদ্রু তাঁর আইনজীবীর মাধ্যমে বলেন, ''আমার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। কিন্তু আমি কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর করিনি।" সরকারি আইনজীবী পাল্টা সওয়ালে বলেন, ''মেসির সামনে কে যাবেন, কে যাবেন না তাঁর দায়িত্ব আয়োজকেরই।" এরপরই জামিনের আবেদন খারিজ করে শতদ্রুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File