Share Market | সেনসেক্স ও নিফটি৫০ বেড়েছে প্রায় ০.৮৫ শতাংশ! সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার!

এশিয়ার অন্য বাজারগুলি ঝিমিয়ে থাকা অবস্থাতেও সোমবার বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি৫০ বেড়েছে প্রায় ০.৮৫ শতাংশ।
নতুন সপ্তাহে চাঙ্গা শেয়ার বাজার। এশিয়ার অন্য বাজারগুলি ঝিমিয়ে থাকা অবস্থাতেও সোমবার বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি৫০ বেড়েছে প্রায় ০.৮৫ শতাংশ। পাশাপাশি সোমবার দেশের বিভিন্ন ব্যাঙ্কের শেয়ার দারুণ পারফর্ম করছে। যার মধ্যে অন্যতম ইয়েস ব্যাঙ্ক। এই সংস্থার শেয়ার দর বাজার খোলার পর ৫ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ১৯.৩৫ টাকায়। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চে এই ব্যাঙ্কের নেট প্রফিট ছিল ৪৫১.৯ কোটি টাকা। এ বছর ওই সময় তা হয়েছে ৭৩৮.১ কোটি টাকা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অর্থনীতি
- অর্থনৈতিক
- শেয়ার বাজার
- সেনসেক্স