Share Market | ১৫ মিনিটের মধ্যে ৫ লক্ষরও বেশি হারালেন বিনিয়োগকারীরা, ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রভাব পড়লো শেয়ার বাজারে!

Thursday, July 31 2025, 7:27 am
highlightKey Highlights

১৫ মিনিটের মধ্যে ৫ লক্ষ কোটি টাকারও বেশি হারালেন বিনিয়োগকারীরা।


ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রভাব পড়লো শেয়ার বাজারে। ১৫ মিনিটের মধ্যে ৫ লক্ষ কোটি টাকারও বেশি হারালেন বিনিয়োগকারীরা। সকালের ট্রেডে বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকা কমে ৪৫৩.৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। নিফটি৫০, ০.৬১% কমে ২৪,৭০৩.১ পয়েন্টে দাঁড়ায় এবং বিএসই সেনসেক্স ০.৬৪% কমে ৮০,৯৬৩.১৪ পয়েন্টে দাঁড়ায়। শেয়ার বাজারের ১৬টি প্রধান খাতের সবগুলোই লোকসানে আছে। সেনসেক্সের শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রিলায়েন্স, টাটা মোটরস, মাহিন্দ্রা, টাইটান এবং SBI।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File