Santanu Sen । সপ্তমবারের মতো IMA এর রাজ্য সম্পাদক পদে বহাল শান্তনু সেন
Thursday, December 19 2024, 2:44 am

১২ বছর IMA এর রাজ্য সম্পাদক পদে শান্তনু। ফের সপ্তমবার IMA এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শান্তনু সেনই।
এই নিয়ে টানা ৭ বার IMA এর রাজ্য সম্পাদক পদে বহাল হলেন শান্তনু সেন। একটানা ১২ বছর ধরে তিনি এই পদে রয়েছেন। চিকিৎসকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয় এই যুক্তিতে এবার ভোট না লড়ার ঘোষণা করেছিলেন তিনি। তবে শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল করেন শান্তনু। এদিন অশান্তির আশঙ্কায় ভোটগণনা হলো রীতিমতো বাউন্সার নামিয়ে। শান্তনু সেনের পক্ষে ভোট পড়লো ৪৩০টি , বিপক্ষে১১৬। ভোট জিতে শান্তনু সেন ফিরে এলেন নিজের নির্ধারিত পরিচিত আসনে।
- Related topics -
- রাজনৈতিক
- আইএমএ
- রাজ্য
- শান্তনু সেন
- নির্বাচনের ফলাফল
- ডাক্তার
- চিকিৎসক
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- রাজ্যসভা
- পশ্চিমবঙ্গ