Train Derailed । ফের ট্রেন দুর্ঘটনার কবলে শালিমার এক্সপ্রেস! লাইনচ্যুত ট্রেনের দুটি কামরা

Tuesday, October 22 2024, 1:37 pm
Train Derailed । ফের ট্রেন দুর্ঘটনার কবলে শালিমার এক্সপ্রেস! লাইনচ্যুত ট্রেনের দুটি কামরা
highlightKey Highlights

নাগপুরের কাছে শালিমার এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিনের উপরে থাকা পার্সেল ভ্যান ও এস২ কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর।


মঙ্গলবার দুপুরে নাগপুরের কাছে কলমনা স্টেশনের কাছে শালিমার এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়। ইঞ্জিনের পিছনে থাকা পরপর দুটি কামরা রেললাইন থেকে হড়কে নিচে নেমে যায়। বিপদ বুঝে সঙ্গে সঙ্গেই ব্রেক কষে ট্রেন থামানো হয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ কাজ করছে এবং একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File