Shakib Al Hasan | টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব
Thursday, September 26 2024, 9:50 am

কানপুর টেস্টে আগে সাংবাদিক বৈঠকে এসে সাকিব আল হাসান জানান তিনি টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।
টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। কানপুর টেস্টে আগে সাংবাদিক বৈঠকে এসে সাকিব আল হাসান জানান তিনি টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। শেষ ম্যাচ তিনি খেলবেন ২০২৪ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে। তবে টি২০ অবশ্য তিনি আর খেলবেন না বলে জানিয়েছেন। সেই হিসেবে গত টি২০ বিশ্বকাপটাই তাঁর কেরিয়ারের শেষ টি২০ ছিল। ওডিআই ক্রিকেট অবশ্য চালিয়ে যাবেন সাকিব।