পার্টিতে তেরোশো লোক উপস্থিত থাকা সত্ত্বেও কেন গ্রেফতার কেবল ১৭ জন?আদালতে প্রশ্ন আরিয়ানের
Friday, October 8 2021, 1:10 pm
Key Highlightsআরিয়ান খান সম্প্রতি তাঁর ক্ষোভ উগরে দিলেন আদালতে। পরোক্ষে ছুঁড়লেন তাঁর প্রশ্ন বান। তিনি জানতে চাইলেন, মুম্বাইয়ের প্রমোদতরীর পার্টিতে অনেক লোক উপস্থিত ছিলেন সেদিন তাহলে কেন বেছে বেছে কেবল তাঁদের মতো কিছু লোককে গ্রেফতার করা হল। আরিয়ানের কথায়, “পার্টিতে ছিল ১৩০০ লোক। কিন্তু গ্রেফতার করা হল শুধু ১৭ জনকে।” একই সঙ্গে তাঁর দাবি, প্রমোদতরীতে ওঠার সময় তাঁর ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি। যদিও এনসিবি-র দাবি, জিজ্ঞাসাবাদের সময় মাদক সেবনের কথা স্বীকার করেছিলেন আরিয়ান।
- Related topics -
- ক্রাইম
- এনসিবি
- মাদক কাণ্ড
- আরিয়ান খান

